ঢাকা: ভোটের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরাজয় বরণ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার (২৭ এপ্রিল) পৌনে ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
রোববার খালেদার ‘ভোটের মাধ্যমেই জনগণ নীরব প্রতিশোধ নেবে’ মন্তব্যের প্রেক্ষিতে সুরঞ্জিত বলেন, ভোট হচ্ছে উৎসব আর আনন্দের। সেখানে নির্বাচনী কর্মকর্তারাসহ সাধারণ মানুষের অংশগ্রহণে জমকালো পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। এখানে নীরব কোনো ব্যাপার নেই। এই নীরব হচ্ছে তাদের তাদের নীরব পলায়ন। যুদ্ধের আগেই তিনি পরাজয় স্বীকার করেছেন।
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার বিষয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, কীভাবে খালেদা জিয়ার গাড়ির বহর একটি মানুষকে গাড়ির নিচে চাপা দিয়েছে তার ছবি গতকাল প্রধানমন্ত্রী দেখিয়েছেন। আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এভাবে যদি গাড়ির নিচে মানুষ চাপা দেওয়া হয়, তাহলে তার প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক।
খালেদা ঢাকা সিটিজুড়ে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ অশান্ত করেছেন, এ অভিযোগ করে তিনি বলেন, প্রথম বিশৃঙ্খলা তিনিই তৈরি করেছেন। একারণে তার নিজের দলের নেতারাই চাননি খালেদা নির্বাচনের প্রচরণায় আসুন।
নির্বাচনে সেনাবাহিনী নামানোর বিষয়ে তিনি বলেন, বিএনপি’র দাবি অনুযায়ী, সেনাবাহিনী নামানো হয়েছে। এখন বলছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। মনে রাখতে হবে, এই ক্ষমতা এরশাদ দিয়েছিলেন। পরে যখন এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়, তখন সেটা বাতিল করা হয়। সেই আন্দোলনে খালেদা জিয়াও ছিলেন।
সুরঞ্জিত বলেন, সুজনকে পর্যবেক্ষক থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে তারাই পর্যবেক্ষক হন, যাদের নাম নিবন্ধিত থাকে। সুজন একটি এনজিও। তারা পর্যবেক্ষক নন।
মাহি বি. চৌধুরীর হামলার বিষয়ে তিনি বলেন, আমাদেরও অনেক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাদের বোঝানোর পরও তারা শোনেন না। কিন্তু বিএনপি একজনকেই সহ্য করতে পারলো না। স্ত্রীসহ মাহীর উপর হামলা চালালো।
সভায় ডা. খন্দকার এমদাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপাতি ফয়েজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
একে/এসএস