ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে যাবেন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ইইউডি/আরইউ/জেডএস