ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটে প্রতিনিধি দলটি ইসিতে পৌঁছে।



প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে যাবেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ইইউডি/জেডএস

** দুপুরে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।