ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতাকারীদের কঠিন শাস্তি দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
নাশকতাকারীদের কঠিন শাস্তি দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ফটো

ঢাকা: নাশকতায় জড়িতদের ধরতে যৌথ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নাশকতাকারীদের কঠিন শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কয়েকটি জেলার মাঠ পর্যায়ের প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এ নির্দেশনা দেন তিনি।



সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে বগুড়া, সাতক্ষীরা, জয়পুরহাট, নড়াইল জেলা এবং খুলনা ও রাজশাহী বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। শুধু মামলা দিয়ে গ্রেফতার করলেই হবে না। তাদের যথাযথ বিচার করতে হবে। মামল‍া হবে, জামিনে বের হয়ে আসবে, আবার নাশকতা করবে এটা চলতে দেওয়া যায় না। মামলাগুলোর নিষ্পত্তি করতে হবে এবং নাশকতাকারীদের কঠিন শাস্তি দিতে হবে।

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমইউএম / এমজেএফ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।