ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

আত্মসমর্পণের পর ফুলবাড়িয়া উপজেলা চেয়ারম্যান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
আত্মসমর্পণের পর ফুলবাড়িয়া উপজেলা চেয়ারম্যান কারাগারে

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ২ নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিকীর আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।



আদালত আবেদন নাকচ করে আজিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি উপজেলা সদরে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় আজিজুর রহমানকে। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।