ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ২ নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিকীর আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।
আদালত আবেদন নাকচ করে আজিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি উপজেলা সদরে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় আজিজুর রহমানকে। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমএএম/জেডএস