ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মিছিলে হামলার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
মিছিলে হামলার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্র ইউনিয়নের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া ছাত্র ইউনিয়নের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সংগঠনটির জেলা শাখা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।



মানববন্ধনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ক্বাফী’র ঢাকার কল্যাণপুরের নির্বাচনী সমাবেশেও হামলাকারীদের শাস্তি দাবি করা হয়।

হামলার জন্য ছাত্রলীগকে অভিযুক্ত করে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুব ইউনিয়নের সভাপতি আব্দুর রব মোশারফ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মতিউর রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শেখ সাদনুর অপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।