ঢাকা: খালেদা জিয়া যতই সাফাই গাওয়ার চেষ্টা করুন, মানুষ পুড়িয়ে মারার দায়ে মামলা এবং বিচারের হাত থেকে তার রেহাই নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের একদিন পর সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্যমন্ত্রী।
বিগত তিন মাসে হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে মারাসহ যানবাহনের ক্ষতির খতিয়ান তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি হয়তো বলার চেষ্টা করবেন আমি আগুন সন্ত্রাসী খালেদা নই, কিন্তু তিনি’ই সেই খালেদা জিয়া।
তিনি বলেন, খালেদা জিয়ার সংবাদ সম্মেলন মিথ্যাচার, অপকর্ম ও হত্যাযজ্ঞ আড়াল করার দলিল। তিনি যতই সাফাই দেন না কেনো, জনগণের চোখের সামনে সংঘটিত মানুষ পোড়ানোর অপরাধ ঢাকা পড়বে না।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতার লোভে অন্ধ হয়ে ৬ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অবরোধ-হরতালে দানবীয় আগুন সন্ত্রাস করেছে। এই সময়ের মধ্যে ২৪৭টি পেট্রোল বোমা ও ২৫৬২টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে ৮৫৩টি পেট্রোল বোমা ও ৯১৬টি ককটেল।
মন্ত্রী বলেন, এছাড়াও ১৩৮টি গাড়ি ভাংচুর, ৮২০টি গাড়ীতে আগুন, ১৮টি রেল নাশকতা, ৬টি নৌপথের নাশকতা, ৭০টি সরকারি স্থাপনায় হামলা, আওয়ামী লীগের ১৫টি কার্যালয়ে হামলা, ২০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ী ও প্রতিষ্ঠানে হামলা, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের উপর ২৩টি হামলা চালায় সন্ত্রাসীরা। ভয়াবহ এ আগুন সন্ত্রাসে ৩৯৯ জন দগ্ধ এবং শতাধিক নিহত হয়েছেন বলেও জানান তিনি।
নাশকতাকালে আটককৃত ৫৭৯ জনের মধ্যে ৩৬৩ জন বিএনপির নেতাকর্মী এবং ২০৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী আরও বলেন, কাদের মোল্লা বলেছিল ‘আমি সেই কসাই কাদের নই। ’ দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল ‘আমি সেই ‘দেলু রাজাকার’ নই। কিন্তু তারা বিচারের হাত থেকে রেহাই পাননি। খালেদা জিয়া যতই সাফাই গাওয়ার চেষ্টা করুন না কেনো, তিনিও বিচারের হাত থেকে রেহাই পাবেন না।
খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দুর্নীতিবাজদের দায়মুক্তি দেয়ার সংস্কৃতি থেকে দেশকে বের করে নিয়ে এসেছে। খালেদা জিয়ার ছেলেদের পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হয়েছে। খালেদা জিয়ার আমলে দেশ দুর্নীতিতে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। তার মুখে দুর্নীতির অভিযোগ ভূতের মুখে রাম নাম।
সরকার দায়মুক্তির সংস্কৃতি থেকে দেশকে বের করে এনেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধী যেই হোক না কেনো রেহাই দেওয়া হচ্ছে না।
সংলাপ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক শক্তি, দল, মহল ও ব্যক্তির মধ্যে সংলাপ হতেই পারে। এটা স্বাভাবিক। সংলাপের আহ্বান জানানোর আগে খালেদা জিয়াকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে হবে। তিনি একতরফা টিকিট কেটেছেন। গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার রিটার্ন টিকিট সঙ্গে নেননি।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫/ আপডেট সময়: ১৮২৮ ঘণ্টা
এমআইএইচ/এসইউ