ঢাকা: মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া তিন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিরাপত্তা আরও জোরদার করতে পুলিশ হেড কোয়ার্টারে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ইসির উপ-সচিব মোহাম্মদ ইসরাইল হোসেন এ চিঠি দেন।
এতে উল্লেখ করা হয়, সিটি নির্বাচন উপলক্ষে অফিস সময়ের পরও ইসির কর্মকর্তারা কার্যালয়ে অবস্থান করছেন। পাশাপাশি নির্বাচনকে ঘিরে ইসি সচিবালয়ে অনেক দেশি-বিদেশি ব্যক্তিবর্গ, বিদেশি পর্যবেক্ষক ও বাজনৈতিক ব্যক্তিবর্গের সামগম ঘটছে।
সব মিলিয়ে ইসির নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন বিধায় এ অতিরিক্ত নিরাপত্তা চাওয়া হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়, এ জন্য সোমবার বিকেল থেকে নির্বাচনের ফলাফল প্রকাশ না করা পর্যন্ত নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে কমিশন।
দশম জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ উপজেলা নির্বাচনে পুরো কমিশন চত্বরকে দুইস্তরে নিরাপত্তায় ভাগ করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ইইউডি/আইএ