ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিপন্থি আইনজীবীদের ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
বিএনপিপন্থি আইনজীবীদের ক্ষোভ

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামানের সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টায় ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুদকার।



সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে সুন্দর ভাবে দায়িত্ব পালন করেন এ বিষয়ে কথা বলতে বিকেলে ৪টায় ডিএমপি কার্যালয়ে যান আইনজীবীদের একটি প্রতিনিধি দল।

মাসুদ তালুকদার বলেন, আমরা (২৬ এপ্রিল) নির্বাচন বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং সোমবার বিকেল ৪টায় আবারো কথা বলতে আসবো বলে অনুমতি নেই। কিন্তু বিকেলে কমিশনারের কার্যালয়ের গেটে গেলে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মামুন আমাদের সঙ্গে ‍অসৌজন্যমূলক আচরণ করেন। মামুন বলেন, কমিশনার আমাদের সঙ্গে দেখা করবেন না।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচনে দায়িত্ব পালন করেন। যাতে করে নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

তিনি এও বলেন, ২০ দলীয় জোটের অনেক নেতাকর্মী জেল কেটে ছাড়া পেয়েছেন। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার তাদের বিভিন্ন জায়গা থেকে আটক করছেন।
 
বিএনপির সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মাসুদ তালুকদার।

আইনজীবী সদস্যদের প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ‍অ্যডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক অ্যড. মাসুদ তালুদকার, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. মোসলে উদ্দিন, অ্যাড. মো. ওমর ফারুক প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।