ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে ৠাব, পুলিশ ও নির্বাচন কমিশন নীল নকশা করে যদি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করে তাহলে বিএনপি আন্দোলন আরও জোরদার করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
মওদুদ বলেন, বিএনপির প্রার্থী ও এজেন্টসহ এ পর্যন্ত ৬৯ জনকে আটক করা হয়েছে। এ আটক নীল নকশারই একটি পরিকল্পনা। বিএনপির প্রার্থীদের বাড়ি বাড়ি দিয়ে পুলিশ এবং যুবলীগ ও ছাত্র লীগের ক্যাডারার ভয়ভীতি দেখাচ্ছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসসহ ৩৬ জন প্রার্থী ভোটারদের কাছে যাইতে পারেননি বলেও অভিযোগ করেন মওদুদ।
এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, আমরা আশা করেছিলাম সিটি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে, গণতন্ত্র ফিরে আসবে ও দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। কিন্তু না সরকারে ও তাদের ক্যাডার বাহিনীর আচরণে তা সম্ভব হচ্ছে না। আমার বার বার লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে আসছিলাম। কিন্তু সে ফিল্ড তো দূরের কথা নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে নানা প্রতিকূলতার সৃষ্টি হচ্ছে। আমরা এ প্রতিকূলতা কাটিয়েও নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর কয়েক দফায় ন্যক্কারজনক হামলা করেও খ্যান্ত হননি। এখন তারা প্রার্থী ও এজেন্টদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, আমার আশা করেছিলাম সরকার ও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করবে। কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে দলীয় ক্যাডারদের আরও উস্কানি দিয়েছেন। তারা সে উস্কানিকে আওর বেপরোয়া হচ্ছে উঠছে।
মওদুদ বলেন, ২৬ তারিখ এপ্রিল থেকে সেনাবাহিনী নির্বাচনী মাঠে নামানো হবে বলে জানিয়েছিলো নির্বাচন কমিশন। কিন্ত সরকারের পরামর্শে ইসি সেনা মোতায়েনের বিষয়টি থেকে সড়ে আসে। তিনি বলেন, ৠাব-পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা কম, তাই আমরা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে বলেছিলাম। সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা ছিলো তার অনিশ্চিতের দিকে চলে যাচ্ছে বলে জানান তিনি। এ নির্বাচন যদি সুষ্ঠু না হয় পরবর্তী নির্বাচনে আর আস্থা থাকবে না।
বস্তিতে টাকা বিতরণ করা হয়েছে এটা সত্য কি না এ বিষয়ে মওদুদ বলেন, এটা ৠাব-পুলিশের নাটক। আমাদের প্রার্থীদের জোয়ার বন্ধ করতে তারা এ নাটক সাজিয়েছে।
সোমবার হোটেল সুন্দরবনে ঢাকা উত্তরের বিএনপির প্রার্থীদের এজেন্টদের বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় ৠাব-পুলিশ ৫ জনকে আটক করেছে বলে অভিযোগ করেন মওদুদ। তাদের আটক করায় নির্বাচনে প্রভাব পড়বে বলেও জানান তিনি। তারপরও সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থী বিজয়ী হবে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতি না দিয়ে ভোটগ্রহণ করার দাবি জানান ব্যারিস্টার মওদুদ। এছাড়া ভোটগ্রহণ শেষ হওয়া মাত্রই ভোট গণনা শুরু করারও দাবি জানান তিনি।
মওদুদ বলেন, নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে সরকারের আজ্ঞাবাহী মওসুস নামের একটি এনজিও প্রতিষ্ঠানের ১ হাজার জনকে পর্যবেক্ষকের কার্ড দেওয়া হয়েছে। কিন্তু আইন সালিশ কেন্দ্র, অধিকারসহ দেশের অনেক সুনামি প্রতিষ্ঠানকে লোকজনকে পর্যবেক্ষক করা হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক জহিরুল হক শাহজাদা মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম মাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫/আপডেট ১৯২৪ ঘণ্টা
এমএম/বিএস