ঢাকা: রাত পোহালেই শুরু হবে তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। এ লক্ষে প্রস্তুত করা হচ্ছে ভোটকেন্দ্রগুলো।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কোথাও গোপন বুথের কাজ চলছে, কোথাও আবার চলছে ভোটারদের লাইনে দাঁড়ানোর জন্য জায়গা প্রস্তুতির কাজ।
এছাড়া কোনো কোনো কেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন করে প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনী প্রহরায় রয়েছে কেন্দ্রগুলো।
ঢাকা উত্তরের ৯৩৩ এবং ৯৩৪ নং কেন্দ্র আদাবর কুইন্স স্কুল অ্যান্ড কলেজ। এ কেন্দ্রে বেলা ১২টার পর ব্যালট বাক্স আনা হয়। রাজধানীর মোহাম্মদপুরের এ কেন্দ্রে ভোট প্রদানের গোপন বুথ বসানোর কাজ চলছে। কেন্দ্রের নিরাপত্তায় রয়েছেন আট সদস্যের পুলিশ বাহিনী। সঙ্গে রয়েছেন আনসার বাহিনীর সদস্যরা।
পাশেই বাদশা ফয়সাল স্কুল অ্যান্ড কলেজ। ৯২৭ নম্বর এ কেন্দ্রটি শুধুমাত্র নারী ভোটারদের জন্য প্রস্তুত করা হয়েছে। এ কেন্দ্রে ভোটার রয়েছেন দুই হাজার ৮৭৬ জন।
উত্তরের এই কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন আরিফুর রহমান। তিনি বাংলানিউজকে বলেন, আমাদের এখানে ১২টার পর ভোটের যাবতীয় সরাঞ্জামাদি আসে। ইতোমধ্যে গোপন বুথ, ভোটারদের লাইনে দাঁড় করানোর জন্য বাঁশের সারি প্রস্তুত করা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য ৭টি বুথ বসানো হয়েছে। কোনো রকম জটলা বাধার সুযোগ নেই। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এদিকে মিরপুর-১৩ নম্বরের এসওএস হারমান মেইনার স্কুল অ্যান্ড কলেজে বসানো হয়েছে ৪টি কেন্দ্র। ঢাকা উত্তরের ১২৪ থেকে ১২৭ নং কেন্দ্র এই স্কুলে। এই চার কেন্দ্রের শুধুমাত্র ১২৫ নং কেন্দ্রেই রয়েছে দুই হাজার ৮৭ জন ভোটার।
সহকারী প্রিজাইডিং অফিসার মো. আমির হোসেন বাংলানিউজকে বলেন, ভোট গ্রহণের সব সরঞ্জামাদি পেয়েছি। এখনো কাজ চলছে। রাতের মধ্যেই সব কাজ শেষ হবে।
এদিকে প্রতিটি কেন্দ্রেই ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জামাদির নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার বাহিনী রাখা হয়েছে। রয়েছে ৠাবের টহল।
ঢাকা উত্তরের মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ জন এবং নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন।
ঢাকা উত্তরে মেয়র পদে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীসহ মোট ১৩ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ চলবে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসএম/জেডএস