ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে আহত আ.লীগ কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
বাগেরহাটে আহত আ.লীগ কর্মীর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত মোজাফফর রহমান ওরফে রাজা শেখ (৩৬) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এরআগে সকালে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে রাজা শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় সন্ত্রাসীরা।

নিহত রাজা শেখ কৃষ্ণনগর গ্রামের ইসমাঈল শেখের ছেলে।

এদিকে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শেখ শহীদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে।

নিহতের ভাগ্নে মো. রাব্বি শেখ জানান, সকালে বাড়ি থেকে বের হলে পূর্ব পরিচিত স্থানীয় শহীদুল, আল আমিন ও মিজান নামে তিন ব্যক্তি তার মামার ওপর রাম দা ও লোহার রড নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা রাম দা ও লোহার রড দিয়ে এলোপাতারি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তার মামাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাব্বি জানান, তার মামা আওয়ামী লীগের সত্রিয় কর্মী। কি কারণে তার ওপর হামলা হয়েছে তা জানেন না তারা।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জানান, বলেন, আওয়ামী লীগ কর্মী রাজার ওপর হামলার ঘটনায় শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ জানতে শহীদুলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।