ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কর্মী, সংগঠকদের সঙ্গে আলোচনায় দিন পার করলেন সাকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
কর্মী, সংগঠকদের সঙ্গে আলোচনায় দিন পার করলেন সাকি জোনায়েদ আব্দুর রহিম সাকি

ঢাকা: টানা ২০ দিনের প্রচারণা শেষে কর্মী, সংগঠকদের সঙ্গে আলোচনায় দিন পার করলেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

নির্বাচনের দিন (মঙ্গলবার, ২৮ এপ্রিল) কে, কোথায়, কিভাবে থাকবেন সে পরিকল্পনা ঠিক করতেই কর্মী, সংগঠকদের সঙ্গে সোমবার (২৭ এপ্রিল) কার্যালয়ে আলোচনা করেন তিনি।


 
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় সপরিবারে মগবাজার ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন সাকি। এরপর অন্যান্য কেন্দ্র ঘুরে দেখবেন।
 
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জোনায়েদ সাকি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা এখনো শঙ্কিত। আমাদের কর্মীদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। পেশিশক্তির মহড়া চলছে বলেও অভিযোগ করেন তিনি।
 
তিনি বলেন, আজ (সোমবার) বিকেলে উত্তরা ৬ নং সেক্টরে আমার দু’জন কর্মীর ওপর যুবলীগের কর্মীরা হামলা করেছে। তারা দু’জনই আহত হয়ে উত্তরা ৬ নং সেক্টরের ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
জোনায়েদ সাকি বলেন, সিটি নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে রাজনৈতিক সংকট আরো ঘনিভূত হবে। আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক। আমাদের কাছে ভোটাররা জানতে চান, ভোট দিতে পারবো তো?

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসএম/জেডএস

** ইসির কাছে নিরাপত্তা চেয়েছে তাবিথ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।