ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

দেশ সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
দেশ সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছে হাসানুল হক ইনু

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর হাত ধরেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন স্বমহিমায় ফিরে এসেছে।

দেশ এখন সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে ‘সরগম’র বর্ষবরণ ও ড. অরুপ রতন চৌধুরীকে সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সুসময়ের মধ্যে দেশ বলেই যুদ্ধাপরাধীরা আজ ফাঁসিতে ঝুলছে, জঙ্গিবাদ দমন হচ্ছে। গোটা দেশকে আলোর দিকে নিয়ে যাচ্ছে মহাজোট সরকার।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা বোমা বানিয়েছে পাকিস্তানিদের রুখে দেওয়ার জন্য। কিন্তু খালেদা জিয়া বোমা মারছেন সাধারণ মানুষের ওপর। এই পেট্রোল বোমাবাজরাই একুশে আগস্ট বোমা হামলা করেছে, সিনেমা হলে বোমা মেরেছে, রমনায় বোমা মেরেছে। দেশের অগ্রগতিতে বারবার হামলা করেছে। তাদের হাতে দেশ নিরাপদ নয়।


মাসিক সরাগম’র সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫ ইং
আইএএ/জেডএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।