ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আসাদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আসাদের

ঢাকা: সংবাদ সম্মেলন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন ছাত্রলীগের সহ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।

সোমবার ( ২৭ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।



সংবাদ সম্মেলনে আসাদ বলেন, আমরা মনে করেছিলাম ২১ নম্বর ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ উন্মুক্ত রাখবে। কিন্তু গতকাল শেষ দিনেও তা করা হয়নি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রচারণা চালানো আসাদ যে সরে দাঁড়াচ্ছেন এ নিয়ে গত রাতেই প্রতিবেদন প্রকাশ করে বাংলানিউজ।

এদিকে এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী ছাত্রলীগের আরেক সাবেক নেতা মাইন উদ্দিন আহমেদ বাবুর প্রার্থীতার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

এ ব্যাপারে একাধিক বার তাকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি তা ধরেননি, এসএমএম করা হলেও প্রতিউত্তর দেননি।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২৭,২০১৫
এসএ/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।