ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আদম খাঁ’কে (৪৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবদুল ছালেক (৩৫), ওয়ালিউল্লাহ (৪৫), আবদুর রহিম (৩২), মিনা বেগম (৫০) ও তাজু মিয়া (৩৫)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের আওয়ামী লীগ নেতা শামসু মেম্বারের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে যুবলীগ নেতা আদম খাঁ’র বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে একাধিক সালিশও বসে।
এ বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় শামসু মেম্বার দলবল নিয়ে আদম খাঁ’কে এলোপাতাড়ি কোপায়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, আদম খাঁ হত্যাকাণ্ডের ঘটনায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বাংলানিউজকে জানান, খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
পিসি/