ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মেয়র পদপ্রার্থী মাহী বি. চৌধুরীর পোস্টার,ব্যানার কে বা কারা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই।
সোমবার (২৭ এপ্রিল) তার মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়েছে।
মাহী বি. চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট সারোয়ার মোর্শেদের বরাতে এতে বলা হয়েছে, কে বা কারা রোববার রাতে বারিধারা, শাহজাদপুর, গুলশান-১, গুলশান-২, বনানী বাজার, বনানী ১১ নম্বর রোড, মিরপুর ১০ গোলচত্ত্বর, রোকেয়া স্মরণী, আগারগাঁও ও কালশির বিভিন্ন স্থানে ঈগল প্রতীকের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে।
অবশ্য এমন অভিযোগ এর আগেও মাহী কয়েকবারই করেছেন। প্রচারণার বিভিন্ন সময় তিনি বলেছেন, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে ও নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।
সারোয়ার মোর্শেদের বরাতে বিবৃতিতে আরও জানানো হয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) মাহী ঢাকা সিটি কর্পোরেশনের বারিধারা ৯০ পার্ক রোড ভোটকেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসকেএস/এএসআর