ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

রাতে বস্তিতে সাদাপোশাকে গোয়েন্দারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
রাতে বস্তিতে সাদাপোশাকে গোয়েন্দারা ছবি: প্রতীকী

ঢাকা : রাতে ভোট কেনাবেচা ঠেকাতে ব্যাপক তৎপরতা শুরু করেছে গোয়েন্দা শাখার সদস্যরা। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সবগুলো টিম এখন মাঠে কাজ করছে।



বিশেষ করে বস্তি এলাকাগুলোতে পুলিশ ও ৠাবের গোয়েন্দা ইউনিটগুলো কাজ করে চলেছে। ভোটের আগের দিন বস্তি ও স্বল্প আয়ের মানুষদের টাকা পয়সার লোভ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে কেউ যেন ভোটারদের প্রভাবিত করতে না পারে তার জন্যই গোয়েন্দা সংস্থার সদস্যদের এই তৎপরতা।

এদিকে ভোট কেনার সময় রাজধানীতে এখন পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে কামরাঙ্গীচরে তিন নারীকে ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম সরকার আটক ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র বাংলানিউজকে জানান, রাতে নিম্ন আয়ের লোকজনকে টাকা পয়সার ও ভয়ভীতি দেখিয়ে  প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মহানগর গোয়েন্দা পুলিশ ও ৠাবের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। বিশেষ করে তারা বস্তি এলাকাগুলোতে তারা সাদা পোশাকে অবস্থান করছে।  

সহকারী পুলিশ কমিশনার পদমার্যাদার একজন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বাংলানিউজকে বলেন, তারা এই মুহুর্তে রাজধানীর উল্লেখযোগ্য কয়েকটি বস্তি এলাকায় অবস্থান করছেন। কেউ যেন ভোটারদের কোনভাবেই প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

মিরপুর জনতা হাউজিং এলাকায় অবস্থান করছেন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান, এই এলাকা একটি ঝুঁকিপূর্ণ এলাকা। এ কারণে জনতা হাউজিং বস্তির সামনেসহ দুটি গেটে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহজনক ব্যক্তিদের নজরদারী ও তল্লাশি করা হচ্ছে।

তিনি বলেন, এই রকমভাবে প্রতিটি এলাকার বস্তিতে নজরদারী চলছে।

এদিকে সোমবার বিকেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার সময় হাতে নাতে ৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সন্ধ্যায় কামরাঙ্গীর চরে তিন নারীকে তিন দিন করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন সেতারা বেগম, শিল্পী বেগম ও হোসনে আরা। এ সময় তাদের হেফাজত হতে ২৫ হাজার টাকা ও বিএনপি’র কাউন্সিলর প্রার্থী নাঈমের লিফলেট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল, ২০১৫
আইএ/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।