তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় মাদক সেবনের অভিযোগে নাজমুল হুদা পলাশ (৩৪) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত পলাশ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক ও মুড়াগাছ গ্রামের মুক্তিযোদ্ধা আবু জাফরের ছেলে।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদক সেবনের অভিযোগে রোববার রাতে পলাশকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ সাজা হয়।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসআর