ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

লিফলেটের বিরুদ্ধে তাবিথের প্রতিবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
লিফলেটের বিরুদ্ধে তাবিথের প্রতিবাদ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট দেওয়া হয়েছে। এটিকে ‘ষড়যন্ত্র’ ও ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে প্রতিবাদ এসেছে তাবিথের পক্ষ থেকে।


 
সোমবার (২৭ এপ্রিল) তার মিডিয়া উইং কর্মকর্তা এস এম আসাদুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে।
 
এতে বলা হয়, তাবিথ আউয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে।   রাজধানীর বিভিন্ন দেয়ালে ‘এটা কি ভোটের লিফলেট, নাকি মৃত্যু পরোয়ানা?’ এমন পোস্টার দেখা গেছে। তবে ওই অপপ্রচারকারী কে বা কারা, সে পরিচয় পোস্টারে নাই।
 
প্রতিবাদ জানিয়ে এর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।
 
এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে আমরা ওই অপপ্রচার বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি। সংশ্লিষ্ট সবাইকে সুস্থ সংস্কৃতি চর্চা, অন্যের মত ও পথকে শ্রদ্ধা করার আহ্বান জানাচ্ছি।  
 
এছাড়া বলা হয়েছে, ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্বাচনের পূর্ব মুহুর্তে তাবিথ আউয়ালের জনপ্রিয়তার ভয়ে প্রতিপক্ষ প্রার্থী, রাজনৈতিক দল ও মতের লোকেরা তার বিরুদ্ধে গভীর ও হীণ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
 
পোস্টারে শুধু তাবিথ আউয়ালকেই নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও খাটো করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
 
বলা হয়েছে, কেবল নিম্নরুচির, হীণমন্য ব্যক্তি, দল, গোষ্ঠীর পক্ষেই ওই ধরণের অপপ্রচার রটানো সম্ভব।
 
বিবৃতি আরও উল্লেখ করা হয়েছে, তাবিথ আউয়ালের রাজনৈতিক ক্যারিয়ারে কোনো কলঙ্কের ছাপ নেই। কিন্তু শুধু নির্বাচনকে কেন্দ্র করে তাকে হেয় করার জন্যই অসভ্য ও ঘৃণ্য সংস্কৃতি চর্চাকারীরা পিছু লেগেছে। কুরুচীর নরকীটরা তাদের গোষ্ঠীস্বার্থ উদ্ধার করতেই ওই মিথ্যা ও বানোয়াট প্রপাগান্ডায় লিপ্ত।
 
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসকেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।