ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আনিসুল হক ভোট দেবেন বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আনিসুল হকের মিডিয়া টিম থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আনিসুল হক এবং তার পরিবারের সদস্যরা বিদ্যা নিকেতনে গিয়ে ভোট দেবেন। এরপর আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখবেন।
এদিকে নির্বাচনী প্রচার অভিযান শেষ হওয়ার পর সোমবার সারাদিনই আনিসুল হক বিশ্রামে ছিলেন। বাসাতেই তিনি সময় কাটিয়েছেন। টানা প্রায় এক মাস নির্বাচনী প্রচারের পর নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী রোববার (২৬ এপ্রিল) রাত ১২টায় প্রচার বন্ধ হয়।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসকে/আইএ