ঢাকা: রাত পার হলেই সিটি করপোরেশন নির্বাচন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট গ্রহণ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী অভিনেতা নাদের চৌধুরী ভোট দেবনে মোহাম্মদপুর কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র।
মঙ্গলবার সকালেই নিজের জন্য বরাদ্দ করা ময়ূর মার্কায় ভোট দেবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন। ঢাকা উত্তরের ২৯নং ওয়ার্ডের ভোটার নাদের চৌধুরী।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসএম/আইএ