ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

গাংনীতে যুবলীগের ৩২ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
গাংনীতে যুবলীগের ৩২ নেতাকর্মী আটক

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলামসহ যুবলীগের ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 
 
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাত ১০টার দিকে আশরাফুল ইসলামের অফিস চত্বর থেকে তিনিসহ তার সমর্থক ২৮ কর্মীকে আটক করে পুলিশ।  
 
প্রায় একই সময়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলামের হাসপাতাল বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মই হকসহ যুবলীগের চার কর্মীকে আটক করে পুলিশ। আটকদের  মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
 
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গাংনী উপজেলা শহরে নাশকতার আশঙ্কায় তাদের আটক আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।
 
গাংনী পৌর মেয়র আহমেদ আলীর মোটরসাইকেল বহরে হামলার ঘটনায় আশরাফুল ইসলামসহ ২৮ জন এবং গাংনী উপজেলা কাঠ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম হোসেনকে আহত করার ঘটনায় যুবলীগ নেতা মজিরুল ইসলামের অনুসারী চার কর্মীকে আটক করা হয়।
 
এদিকে, গাংনী উপজেলা শহরে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) সদস্যদের মোতায়েন করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, এপিল ২৮, ২০১৫
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।