ঢাকা: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন। তারা কেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর দেওয়া সহযোগিতা বুথ থেকে ভোটার নাম্বার সংগ্রহ করছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর ও ফকিরাপুল পানির ট্যাংক ভোটকেন্দ্র এলাকা ঘুরে এসব প্রত্যক্ষ করা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রার্থীদের এজেন্টরা ভোটকেন্দ্রে বসেছেন। পুলিশ, র্যাব সদস্যরা কেন্দ্র ও আশেপাশের এলাকায় দায়িত্বপালন করছেন।
এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে যন্ত্রচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে। তবে, সড়কে কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে। এছাড়া, অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি চলাচল করছে।
বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
** রাত পোহালেই ভোট