ঢাকা: ঢাকা সিটি কলেজের এক নম্বর ভবনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার পরপরই কেন্দ্রের (কেন্দ্র নম্বর- ২৬৫) মহিলা বুথে তিনিই প্রথম ভোট দেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী জানান, কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন স্বপনের ঘুড়ি, শিরিন গাফ্ফারের পানপাতা আর মেয়র প্রার্থী সাঈদ খোকনের ইলিশ প্রতীকে ভোট দিয়েছেন।
রাজধানীর ধানমণ্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়ির (সূধাসদন) স্থায়ী বাসিন্দা হওয়ায় নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার প্রধানমন্ত্রী।
ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী আরো বলেন, ভোট দেওয়া সাংবিধানিক ও নাগরিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে পেরে আমি খুশি। সকল ভোটারকে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমইউএম/এসইউজে/এটি