ঢাকা: তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরুর আগেই অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে।
মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তরের ২৯ নং ওয়ার্ডের ৯২৯ ও ৯৩০ নম্বর ওয়ার্ডের ভোটরা সকাল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করেন।
কেন্দ্র দুটিতে মোট ভোটার রয়েছে ৪ হাজার ১৫৭টি। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১২ এবং নারী ভোটার ২ হাজার ১৪৫ জন।
কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, আমাদের ৫টি বুথ প্রস্তুত রয়েছে। ভোটারদের যেন দীর্ঘ অপেক্ষা না করতে হয় সেই ব্যবস্থা করা আছে।
এমন আরো অনেক কেন্দ্রেই ভোট শুরুর আগেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়।
বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসএম/জেডএম