ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে আভিযোগ করেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ, সিদ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিকারুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কালাবাগান, বিজয়নগরসহ বিভিন্ন ভোট কেন্দ্রে মির্জা আব্বাসের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।
মির্জা আব্বাসের ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন আফরোজা আব্বাস।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমএম/টিআই/জেডএম