ঢাকা: রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণে বিলম্বের অভিযোগ পাওয়া গেছে। এতে কেন্দ্র দু’টিতে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকশ’ ভোটারের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টায় তিন সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। তবে রাজধানীর দক্ষিণের এ কেন্দ্র দু’টিতে ভোটাররা ৮টা ২০ এর আগে ভোট দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী বাংলানিউজকে অভিযোগ করে বলেন, কেন্দ্র দু’টিতে ভোটগ্রহণে ২০ মিনিট বিলম্ব হয়েছে।
তবে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্র দু’টিতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন দীর্ঘ হতে থাকে।
বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কেজেড/জেডএস