ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে যাত্রাবাড়ীর একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল’২০১৫) যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে ৪৯ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গাজী শামীম আহমেদ ও রাগিব হাসানের কর্মীদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে।
গাজী শামীম আহমেদ অভিযোগ করেন, ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এরপর ভোট কেন্দ্রের সামনে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তার কর্মীদের সঙ্গে ভোট কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় রাগিব হাসানের কর্মীরা এসে ধাক্কাধাক্কি শুরু করে। এক পর্যায়ের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় ৠাব সদস্যরা এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এঘটনায় কেউ আহত হননি।
তবে ঘটনার পর সেখানে অতিরিক্তি ৠাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজী শামীম আহমেদ ৠাকেট প্রতীক এবং রাগিব হাসান লাটিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ধলপুর কমিউনিটি সেন্টারে সকাল ৮টা ১৫ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়।
১৫ মিনিট দেরিতে ভোট গ্রহণ শুরুর বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. শাহিদুর রহমান বলেন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর কথা ছিল। তবে ভোটের বাক্স প্রস্তুত করতে দেরি হওয়া ১৫ মিনিট দেরি হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এএসএস/এসএন/এনএস