ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

৫ জানুয়ারির মতোই নির্বাচন হচ্ছে: আফরোজা আব্বাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
৫ জানুয়ারির মতোই নির্বাচন হচ্ছে: আফরোজা আব্বাস ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ ৫ জানুয়ারির (২০১৩) সংসদ নির্বাচনের মতোই হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর শান্তিনগরের রুপসা একাডেমি পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।



তিনি বলেন, এরই মধ্যে ৪২টি কেন্দ্র থেকে মির্জা আব্বাসের এজেন্টদের বের করে দিয়ে ছাত্রলীগের কর্মীরা ভোট কেন্দ্র দখল করেছে। লিফলেট ছিনিয়ে নিয়ে মারধরও করেছে।

রুপসা একাডেমি থেকে মির্জা আব্বাসের ৯ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন আফরোজা।  

ত‍ার দাবি, তার কর্মীদের কেন বের করে দেওয়া হয়েছে উপস্থিত নির্বাচন কর্মকর্তাদের জিজ্ঞাসা করলে তারা কোনো উত্তর দিতে পারেননি।

সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকেও একজন নারী এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আফরোজা।

** এজেন্টদের মারধরের অভিযোগ আফরোজা আব্বাসের

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমএম/এসএন/টিআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।