ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কাউন্সিলরের ছেলেকে মারধর, তাবিথের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কাউন্সিলরের ছেলেকে মারধর, তাবিথের অভিযোগ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে তেজগাঁও মডেল হাইস্কুল কেন্দ্রে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ এসেছে।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।



মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে জোহরা বেগমের (লাটিম প্রতীক) ছেলে আরিফুর রহমানসহ দুই ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে তাবিথ তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।
 
তার পক্ষের সব পোলিং এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলেও এ সময় দাবি করেন বিএনপি সমর্থিত এ মেয়র প্রার্থী।

এর আগে সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় তাবিথ অভিযোগ করেন, অনেক কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে।  

সকালে গুলশানের মানারাত কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তাবিথ।





বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসকেএস/এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।