ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে তেজগাঁও মডেল হাইস্কুল কেন্দ্রে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ এসেছে।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে জোহরা বেগমের (লাটিম প্রতীক) ছেলে আরিফুর রহমানসহ দুই ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে তাবিথ তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।
তার পক্ষের সব পোলিং এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলেও এ সময় দাবি করেন বিএনপি সমর্থিত এ মেয়র প্রার্থী।
এর আগে সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় তাবিথ অভিযোগ করেন, অনেক কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে।
সকালে গুলশানের মানারাত কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তাবিথ।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসকেএস/এমআইএইচ/জেডএস