ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলানিউজকে গওহরকন্যা সোহেলী

আনিস ইজ গুড, তাবিথ ইজ বেটার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
আনিস ইজ গুড, তাবিথ ইজ বেটার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে ভোটকেন্দ্রে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর একমাত্র কন্যা সোহেলী। বাংলানিউজের সঙ্গে আলাপে তাবিথকেই ‘যোগ্য প্রার্থী’ বললেন তিনি।



মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টায় গুলশান-২ এর মানারত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ ভোটকেন্দ্রে সপরিবারে আসেন তাবিথ।   সোহেলীও তার পরিবারের এক সদস্য। তিনি তাবিথের ভাই তাফসির আউয়ালের স্ত্রী।

বাংলানিউজের সঙ্গে আলাপে ভাসুরের প্রশংসা করে সোহেলী বলেন, তাবিথ উচ্চশিক্ষিত, মার্জিত ও তরুণ প্রার্থী। আমি ভোটার হলে তার ‘বাস’ প্রতীকেই ভোট দিতাম। কারণ, তিনি সবদিক দিয়ে যোগ্য।

সংক্ষেপে বোঝাতে সোহেলী বলেন, আনিস ইজ গুড, বাট তাবিথ ইজ বেটার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টার মেয়ে হয়ে কেন বিরোধী পক্ষের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন? আত্মীয় বলে?

জবাবে হেসে সোহেলী বলেন, এটা রাজনীতির বিষয় নয়, আত্মীয়তারও নয়। ঢাকা সিটির জন্য যোগ্য মেয়র নির্বাচনের বিষয়।   সেই বিবেচনায় বলছি। বাবাই আমাকে সত্য বলতে শিখিয়েছেন।

শাড়ি ও পাতলা স্যান্ডেল পরে ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন সোহেলী। তিনি ভোটার নন বলে ভেতরে যান নি। তাফসিরও অন্য কেন্দ্রের ভোটার।
এখানে ভোটার নন তাবিথের স্ত্রী সওসান ইস্কান্দারও।

তাবিথের সঙ্গে একই কেন্দ্রে ভোট দেন তাবিথের বাবা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, মিন্টুর স্ত্রী নাসরিন আউয়াল ও ছোট ছেলে তাজোয়ার আউয়াল।

সোহেলী বলেন, তাবিথ ঢাকাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেন, সেগুলো আমার কাছে সুন্দর মনে হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।