ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টার ও বংশালের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।
২ কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতির ঘটনায় বেলা ৯ টা ৪০ মিনিটে ধলপুর কমিউনিটি সেন্টার ও ভোট সুষ্টু হচ্ছেনা এমন খবরে সৃষ্ট উত্তেজনায় ৯টার কিছু পরে সুরিটোলা প্রাথমিক কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
ধলপুর কমিউনিটি সেন্টার কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাহীদুর রহমান সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট নতুন করে শুরু হয়নি বলে নিশ্চিত করেছেন। একইখবর জানিয়েছেন সুরিটোলা কেন্দ্রে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এএসএস//এনএস