ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ধলপুর- সুরিটোলা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ধলপুর- সুরিটোলা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টার ও বংশালের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।

২ কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতির ঘটনায় বেলা ৯ টা ৪০ মিনিটে ধলপুর কমিউনিটি সেন্টার ও ভোট সুষ্টু হচ্ছেনা এমন খবরে সৃষ্ট উত্তেজনায় ৯টার কিছু পরে সুরিটোলা প্রাথমিক কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।



ধলপুর কমিউনিটি সেন্টার কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাহীদুর রহমান সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট নতুন করে শুরু হয়নি বলে নিশ্চিত করেছেন। ‍একইখবর জানিয়েছেন সুরিটোলা কেন্দ্রে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এএসএস//এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।