ঢাকা: ভোট দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মগবাজার ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
এ সময় সাংবাদিকদের কাছে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন সাকি। তিনি বলেন, মিরপুরে তার দুইজন পোলিং এজেন্টের কাগজ ছিঁড়ে ফেলা হয়েছে। অনেক জায়গায় পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকজন সুষ্ঠু নির্বাচনে বিঘ্ন ঘটাচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কেজেড/আরআই