ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মোহম্মদপুরে ২ প্রার্থীর কর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
মোহম্মদপুরে ২ প্রার্থীর কর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে মোহম্মদপুর কাদেরিয়া মাদ্রাসা কেন্দ্রে ২৯ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কাউন্সিলর প্রার্থী সলিমুল্লাহ সলু ও রতনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।



সকাল সাড়ে ৯টার দিকে ভোটাররা ওই কেন্দ্রে ভোট দিতে আসনে। এ সময় ভোটারদের লাইনে দাঁড় করানো এবং ভোট‍ার নম্বর দেওয়া নিয়ে  সলিমুল্লাহ সলু ও রতনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।