ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট‌‌‌‌‌‌‌‌‌‌‌ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
বিএনপির বিরুদ্ধে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ

ঢাকা: রাজধানীর মুগদা এলাকার মানিকনগর সাত নম্বর ওয়ার্ডে নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ নামে এক যুবলীগ নেতাকে বিএনপি কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. শহীদ ছেরনিয়াবাদ জানান, আহত পারভেজ যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ক্রীড়া উপ-সম্পাদক।



মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ মানিকনগরের দীপ-শিখা প্রি-ক্যাডেট স্কুল ভোট কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।

নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় পারভেজকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তার সঙ্গে আসা যুবলীগ কর্মী মেহেদী হাসান জানান, নিয়ম ভঙ্গ করে দীপ-শিখা প্রি-ক্যাডেট স্কুল ভোট কেন্দ্রের সামনে বিএনপি কর্মীরা অবস্থান নেন। এসময় পারভেজসহ যুবলীগ নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে জানান।

এতে ক্ষিপ্ত হয়ে কেন্দ্র থেকে কিছুটা দূরে গিয়ে হান্নান, শাকিল, কবির, জলিল, আলমসহ বিএনপি কর্মীরা যুবলীগ নেতাকর্মীর ওপর হামলা চালান। এ ঘটনায় পারভেজ আহত হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।