ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট শান্তিপূর্ণ হচ্ছে বললেন ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ভোট শান্তিপূর্ণ হচ্ছে বললেন ডিএমপি কমিশনার

ঢাকা: শান্তিপূর্ণ ভোট হচ্ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, অনিয়মের খবর পাওয়া যায়নি। সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

আমি কেন্দ্রে কেন্দ্রে পরিদর্শন করেছি, সব দলের এজেন্ট রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোথাও যদি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়, দ্রুত তা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের জানাবেন। এরপর র্নিবাচন কমিশন যে ব্যবস্থা নেবে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন অভিযোগে তিনি বলেন, নির্বাচনের বৈধ কাজগপত্র রয়েছে এমন সব সাংবাদিকদের যেনো কোথাও বাধা দেওয়া না হয় সে বিষয়ে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচ জনের বেশি সাংবাদিক একসঙ্গে এক কেন্দ্রে যেন প্রবেশ না করেন এজন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
আইএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।