ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কয়েকটি ভোট কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ অবস্থা চলতে থাকলে দুপুরের আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
তিনি বাংলানিউজকে জানান, ‘ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় ভোট সেন্টারে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কমিশনার কাজী হাবিবুর রহমান হাবুর লোকজন আমাদের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। ’
জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ৫৩ নম্বর ওয়ার্ডের আশরাফ উদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয় ও ৪৭ ওয়ার্ডের তামীরুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্র থেকেও তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
জাতীয় পার্টি সমর্থিত ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন মিলনসহ কয়েকজন সিনিয়র নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বাসায় উদ্দেশ্যে র্ওয়ানা দিয়েছেন (সকাল সোয়া ১০টায়)। সেখানে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসআই/আরআই