ঢাকা: পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণের ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী ফরহাদ হোসেন। তিনি ব্যাডমিন্টন মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর হাজী ফরহাদ হোসেনের সমন্বয়কারী শওকত হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, নয়টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ব্যাপারে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
ঢাকা দক্ষিণের রিটার্র্নি কর্মকর্তা সারওয়ার মোর্শেদ জানান, বেশ কিছু অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমইএস/এসইউ