ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ধলপুর-সুরিটোলা-শাখারীবাজার কেন্দ্রে ভোট গ্রহণ আবারও শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ধলপুর-সুরিটোলা-শাখারীবাজার কেন্দ্রে ভোট গ্রহণ আবারও শুরু ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্থগিত থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টার কেন্দ্র ও বংশালের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ আবার শুরু হয়েছে। সাময়িক বন্ধ থাকা এ দুটি কেন্দ্রে প্রায় ১ ঘণ্টা পর ভোট আবার শুরু হয়।

পৌনে ১২ টার দিকে পুরান ঢাকার শাখারী বাজারের পোগোজ স্কুল কেন্দ্রেও ভোট গ্রহণ শুরু হয়।

এর আগে ২ কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতির ঘটনায় বেলা ৯ টা ৪০ মিনিটে ধলপুর কমিউনিটি সেন্টার ও ভোট সুষ্টু হচ্ছেনা এমন খবরে সৃষ্ট উত্তেজনায় ৯টার কিছু পরে সুরিটোলা প্রাথমিক কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

বেলা পৌনে ১১টায় ধলপুর কমিউনিটি সেন্টার কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয় বলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাহিদুর রহমান জানান।

এদিকে পোগোজ স্কুল কেন্দ্রে ঠেলাগাড়ি ও ঘুড়ি মার্কার দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে বেলা সোয়া ১০টার দিকে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।   ঠেলাগাড়ির সমর্থকরা ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছে এই অভিযোগ এনেই উত্তেজনা সৃষ্টি হয়।

বেলা পৌনে ১২টার দিকে এ কেন্দ্রটিতেও ভোট গ্রহণ শুরু হয়।


বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫/আপডেটেড-১১৫২ ঘণ্টা
এএসএস/এনএস

** ধলপুর-শাখারিবাজার-সুরিটোলা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।