ঢাকা: ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ, আলাউদ্দিন দ্বিঘুন উচ্চ বিদ্যালয়, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছেন ‘ঝুড়ি’ প্রতীকের লোকজন।
মোহাম্মদ শাহজাহান জাতীয় পার্টি (লাটিম) সমর্থিত ও হাজী রজ্জব আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ইউএম/জেডএস