ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ শাহজাহানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ শাহজাহানের

ঢাকা: ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহান।
 
তিনি বলেন, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ, আলাউদ্দিন দ্বিঘুন উচ্চ বিদ্যালয়, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছেন ‘ঝুড়ি’ প্রতীকের লোকজন।

এছ‍াড়া মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আমার এজেন্টকে বেধড়ক মারধর করা হয়েছে।
 
মোহাম্মদ শাহজাহান জাতীয় পার্টি (লাটিম) সমর্থিত ও হাজী রজ্জব আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।