ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট দিলেন মাহী বি. চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ভোট দিলেন মাহী বি. চৌধুরী

ঢাকা: বারিধারায় ভোট দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিকল্প ধারা সমর্থিত মেয়রপ্রার্থী মাহী বি. চৌধুরী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা ৩৪ মিনিটে বারিধারার ৬২৯ নং অস্থায়ী ভোটকেন্দ্রের ৪নং বুথে তিনি ভোট দেন।



ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নির্বাচনী পরিবেশ সম্পর্কে মাহী বলেন, গুলশান-বারিধারায় নির্বাচনী পরিবেশ সাধারণত কখনোই খারাপ হয় না। মোটামুটি ভালো ও শান্ত পরিবেশেই ভোটগ্রহণ চলছে।

ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ১০ শতাংশ ভোট পড়েছে এই কেন্দ্রে। দুপুর ১২টা থেকে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

৬২৯নং অস্থায়ী ভোটকেন্দ্রটি একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় অবস্থিত। ভবনের সিড়িতে কোনো রেলিং নেই।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মাহী বলেন, এতে বয়স্ক ভোটারদের অসুবিধা হবে। তাছাড়া রেলিং না থাকায় ঝুঁকিও আছে এখানে।

ঢাকা উত্তরের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে এসময় তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ভালো। তবে কিছু কিছু এলাকা থেকে আমরা কিছু অভিযোগ পেয়েছি। কোনো কোনো জায়গায় জালভোট হয়েছে বলে সংবাদমাধ্যমে জেনেছি। তবে ব্যাপকভাবে তা এখনো আমাদের চোখে পড়েনি।

নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যা-ই হোক মেনে নেবেন জানিয়ে মাহী বলেন, বিজয় তো প্রজন্মের হয়েই গেছে। প্রজন্ম নতুন করে জেগেছে। নির্বাচনে তরুণরা প্রার্থী হয়েছেন। এটাই তো প্রজন্মের জয়।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এজেডকে/আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।