ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা বা কোন ধরনের ঝামেলা হচ্ছে আমাদের কাছে এমন কোন তথ্য আসেনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মোহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, মোহম্মদপুরের একটি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় এক নারী ভোটার তার ভোটার নম্বর পাচ্ছিলেন না বলে অভিযোগ করেন। এ সময় তিনি সেখানে দায়িত্বরত কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন।
এছাড়া কোন ঝামেলা ছাড়াই ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এনএইচএস/আরএ