ঢাকা: মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) প্রচুর ভোটারের সমাগম থাকলেও জটিলতা তৈরি হয়েছে ভোটার তালিকা নিয়ে। অনেকেই ভোট দিতে এসে বিপাকে পড়েছেন তালিকায় নাম খুঁজে না পেয়ে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মহাখালীর আইএইচটি কেন্দ্রে এসব অভিযোগ করেন ভোটাররা।
ভোটাররা জানান, অনেক ভোটার ভোট দিতে এসে সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না।
এছাড়া ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) ছাড়া ভোট দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন থেকে আগেই জানানো হয়। কিন্তু ভোট কেন্দ্রে ভোটার আইডি না দেখে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন ভোটাররা।
এদিকে মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) ভোট কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। শুধুমাত্র নারী ভোটারদের এ কেন্দ্র একেবারেই ফাঁকা রয়েছে।
তবে এ দুটি কেন্দ্রের কোনোটিতে বিশৃংখলার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কেজেড/এসএন/আরআই