ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কারচুপি নয়, ভোট ডাকাতি হয়েছে: আফরোজা আব্বাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কারচুপি নয়, ভোট ডাকাতি হয়েছে: আফরোজা আব্বাস ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনে ভোট কারচুপি নয়, ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

মঙ্গলবার (২৮ এপ্রিল)  সকাল সাড়ে  ১০টার দিকে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে শাহজাহানপুরের বাসায় ফিরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।



তিনি বলেন, এই নির্বাচন ৫ জানুয়ারির  (২০১৩) নির্বাচনকেও হার মানিয়েছে। এটা কোনো নির্বাচন নয়, এটা কোনো ভোট নয়। ভোট কারচুপি নয়, ভোট ডাকাতি হয়েছে।

আফরোজা বলেন, অধিকাংশ ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ৪২ ভোটকেন্দ্রে ব্যালট পেপার শেষ হয়ে গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মির্জা আব্বাসের শত-শত ভোটার ভোটকেন্দ্রে গিয়ে দেখেন তাদের ভোট সকাল ৯টার মধ্যেই অন্যরা দিয়ে গেছেন।

তাই তারা ক্ষিপ্ত হয়ে বাসার পাশে শাহজাহানপুর রোডে এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ-মিছিল করছেন বলেও জানান তিনি।

এর আগে আফরোজা আব্বাস সকাল থেকে রাজধানীর ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ‍বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমএম/টিআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।