ঢাকা: উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অন্তত ১৬টি কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা বা বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।
রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন তাবিথ আউয়ালের নির্বাচনী এজেন্ট এস এম হারুনার রশিদ।
অভিযোগপত্রে সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের মীরপুর বাংলা স্কুল, জান্নাত একাডেমি, আব্দুল মান্নান প্রাথমিক বিদ্যালয় থেকে বাস প্রতীকের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছেন বলে উল্লেখ করা হয়।
৬ নম্বর ওয়ার্ডের রূপনগর পাবলিক স্কুল, মিরপুর সেন্টমার্টিন স্কুল, ঢাকা ক্যাডেট মাদ্রাসা, পল্লবী গভ. প্রাইমারি স্কুল, পল্লবী ডিগ্রি কলেজ, জামিয়া মোহাম্মাদিয়া, পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসা, রূপনগর কেন্দ্রেও একই অভিযোগ করা হয়।
৭ নম্বর ওয়ার্ডের শেখ ফজিলাতুন্নেসা, চম্পা পারুল ইসলামিয়া, বাইতুল মোশারফ মাদ্রাসা, কামাল মজুমদার হাইস্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেওয়ার কথা বলা হয়েছে।
২৪ নম্বর ওয়ার্ডের ঢাকা পলি. ল্যাব. হাই স্কুল, বিজি প্রেস হাইস্কুল, টিসার্চ ট্রেনিং কলেজ থেকে ১৭ জন এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে।
আহসানিয়া মিশন কলেজে চার কেন্দ্র ও সাওতুল কোরান মাদ্রাসা কেন্দ্রে হুমকি দিয়ে এজেন্টদের বের করে দেওয়া হয়।
২৬ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া গভ. প্রাথমিক স্কুল, তেজগাঁও মহিলা কলেজ, তেজগাঁও মডেল হাইস্কুল, তেজগাঁও গভ. গার্লস হাইস্কুল কেন্দ্রে একই অভিযোগ করা হয়েছে।
এছাড়া ৩৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাজেদা আলী হেলেনকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ধাওয়া করে কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসকেএস/এমআইএইচ/জেডএস