ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, প্রিজাইডিং অফিসার আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, প্রিজাইডিং অফিসার আহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবৈধভাবে ভোট দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ এনে রাজধানীর উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম ও বিদ্রোহী মতিন মোল্লা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় উভয় পক্ষের সমর্থকরা ভাঙচুর চালালো কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাজহারুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হন।



এতে উভয় পক্ষের আরো ১৫-২০ জন সমর্থকও আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে হালকা লাঠিচার্জ করে ও উভয় পক্ষের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার ওই ঘটনার পর থেকে ১৬ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

প্রিজাইডিং অফিসার মাজহারুল ‍‌ইসলাম বলেন, অতর্কিত হামলা চালালে আমি আহত হই। কারা হামলা চালিয়েছে সে বিষয়ে বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।