ঢাকা: ঢাকা দক্ষিণ সিটির ৪২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইয়ারু এবং বিদ্রোহীপ্রার্থী মো. সেলিম হাজী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এ ঘটনায় এক সাংবাদিকসহ বেশ কয়েজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে কবি কাজী নজরুল কলেজের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মো. সেলিম হাজীর সমর্থকরা ভোটকেন্দ্রে আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেখানে দু’টি ককটেল বিস্ফোরণ হয়।
এ সময় কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কেন্দ্রে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ভোটগ্রহণ চলছে, ভোট স্থগিত করার মত কিছু হয়নি।
কাউন্সিলর প্রার্থী মো. ইয়ারু ‘ঘুড়ি’ এবং হাজী সেলিম ‘টিফিন ক্যারিয়ার‘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমইউএম/আইএইচ/আইএএ/টিআই