ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মোহম্মদপুরে ভোট কারচুপির অভিযোগ স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
মোহম্মদপুরে ভোট কারচুপির অভিযোগ স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোহম্মদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু (প্রতীক ঠেলা গাড়ি)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থিত অপর কাউন্সিলর প্রার্থী এস এম ইমতিয়াজ খান বাবুলের (প্রতীক রেডিও) বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।



সেন্টুর অভিযোগ, প্রশাসনের সহায়তায় বাবুলের লোকজন কেন্দ্রে ঢুকে জাল ভোট দিচ্ছে।

এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কেন্দ্রে হামলা চালিয়েছে সেন্টুর লোকজন। এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটনের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) উত্তম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এছাড়া সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সাংবাদিকদের কেন্দ্রে ঢোকার ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ওপর থেকে নির্দেশ আছে, দু’জনের বেশি সাংবাদিক কেন্দ্রের ভেতরে ঢুকতে ও পাঁচ মিনিটের বেশি থাকতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।