ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট হচ্ছে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ

ঢাকা: খবুই উৎসাহ-উদ্দীপনরা মধ্যে সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গুলশান শাহজাদপুর ভোটকেন্দ্র পরিদর্শন এসে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, শন্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা খবুই সামান্য।

এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, শাহজাদপুর ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বেনজীর আহমেদ চলে যাওয়ার পর আকরাম হোসেন নামের এক ব্যক্তি ভোট না দিতে পেরে উত্তেজিত হন।

এ সময় আওয়মী লীগ সমর্থক ভোটাররা তাকে মারধর শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
‌এআই/টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।